বিশ্বকাপ মাতানো ক্রোয়েশিয়ার সংক্ষিপ্ত পরিচিতি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার খেলা দেখে মুগ্ধ হয়েছে সারা বিশ্বের কোটি কোটি দর্শক। ফুটবল প্রেমীদের কাছে দীর্ঘকাল স্বরনীয় হয়ে থাকবে ক্রোয়েশিয়ার ফুটবল শৈলী। বিশ্ব ফুটবলের এই সবচেয়ে বড় আয়োজনে ক্রোয়েশিয়াদের খেলা সারা বিশ্বের পিছিয়ে পড়া ছোট বড় সকল দেশকে ফুটবল খেলায় অনুপ্রানিত করবে। সামনের বিশ্বকাপে আরো নতুন নতুন দেশ ক্রোয়েশিয়াকে অনুকরন করে বিশ্বে তাক লাগিয়ে দেওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিবে বহুগুন।
ক্রোয়েশিয়া ২১৭৮১ বর্গ মাইল আয়তনের ছোট একটি দেশ। ১৯৯১ সালে সাবেক যুগশ্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা লাভের জন্য তাদের সংগ্রাম করতে হয়েছে সাবেক যুগশ্লাভিয়ার সাথে। পূর্ব ইউরোপের এই দেশটির লোক সংখ্যা মাত্র ৪৪৭০৫৩৪ জন। দেশটির রাজধানী জাগরেবে বাস করে মাত্র ৬৬৮০০০ মানুষ। প্রধান ভাষা ক্রোয়েট, ৮৬% মানুষ ক্যাথলিক খ্রীষ্টান। দেশটির মুসলিম জনসংখ্যা প্রায় ৭০০০০ জন। দেশটির ৯৮.৯% লোক শিক্ষিত।