ভারতের কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের কেরালা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা দড়িয়েছে ৭২ জনে। কেরালা রাজ্যের ১৪টি জেলায়ই রেড এলার্ট জারি করা হয়েছে। রাজ্যে সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আরো সাহায্যের আবেদন জানিয়েছে। উদ্ধার কাজে অংশ নিতে আরো বেশী সংখ্যক সেনাবাহিনীর অংশ গ্রহন চেয়েছে রাজ্য সরকার।
কেন্দ্রীয় সরকারের কাছে উদ্ধার কাজ চালানোর জন্য হেলিকপ্টারও চাওয়া হয়েছে। রাজ্যের একমাত্র বিমান বন্দরের কার্যক্রম গত শনিবার থেকে বন্ধ রয়েছে। রাজ্যের ৩৯টি বাধের মধ্য ৩৫টিই খুলে দেওয়া হয়েছে। এই রাজ্যে ইতিপূর্বে আর কখনো এমন বন্যা দেখা দেয়নি।
বন্যায় রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে অনেক স্থানে। অতি বৃষ্টিতে পাহাড় ধ্বসে রেল লাইনের ওপর পড়াতে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরী সাহায্যের জন্য একটি ফান্ড খুলা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ফান্ডে অনুদান প্রদান করার জন্য আবেদন জানানো হয়েছে জনগনের কাছে।