তেল আবিবে রকেট হামলায় ৫ ইসরায়েলী আহত, তীব্র উত্তেজনা

বিডি খবর ৩৬৫ ডটকম

ইসরায়েলের তেল আবিবে একটি বেসামরিক আবাসিক এলাকায় রকেট হামলা হয়েছে। এই হামলায় ৫ জন আহত হয়েছে বলে ইসরায়েলী মিডিয়াগুলি জানিয়েছে। তবে আহতরা কেহই গুরুতরভাবে আহত হয়নি। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলায় একটি সেমি পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজা থেকে ফিলিস্তিনিরা এই হামলা চালিয়েছে বলে ইসরায়েলর পক্ষ থেকে জা্নানো হয়েছে।

এই হামলা নিয়ে ইসরায়েলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। হামলার খবর পেয়ে যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে এসে তিনি কাছে থেকে গাজায় অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন। ফলে ফিলিস্তিনে ব্যপক রক্তপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্য ইসরায়েলী সেনাবাহিনী গাজায় ব্যপক হামলা চালাচ্ছে। গাজায় হামাস অধ্যুষিত ১০০টি স্থানে হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *