সামনের যে কটি ম্যাচে জিততে পারে বাংলাদেশ
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
জমে উঠেছে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর খেলা। ইতিমধ্য লীগ পর্যায়ের ১৩টি খেলা শেষ হয়েছে। প্রতিটি দল একে অন্যের মুখামুখি হবে লীগ পর্যায়ে। লীগ পর্যায়ে প্রতিটি দল ৯টি করে খেলা খেলবে। আর লীগ পর্যায়ের খেলা শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া ৪টি দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশ ইতিমধ্য ৩টি ম্যাচ খেলে ফেলেছে এবং ১টিতে জয় ও ২টিতে হে্রেছে টাইগাররা। তবে প্রথমদিকের এই ৩ ম্যাচেরই শক্ত প্রতিপক্ষ ছিল যথাক্রমে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এর মাঝে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ জিতেছে। অপরদিকে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সাথে বাংলাদেশ হেরেছে। তবে এখনি বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে বলা যাবে না। কারন বাংলাদেশের এখনো ৬টি ম্যাচ খেলা বাকি আছে।
১১ই জুন বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে। র্যাংকিংয়ে শ্রীলংকা বাংলাদেশের পিছনে আছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শ্রীলংকার পারফরমেঞ্চ তেমন একটা ভালনা। যার ফলে বাংলাদেশ শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচ জিতবে আশা করা যায়। ১৭ই জুন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ র্যাংকিংয়েও বাংলাদেশের পিছনে আছে। ফলে আশা করা যায় এই ম্যাচটিতে বাংলাদেশ জিতবে।
২০শে জুন বাংলাদেশ খেলবে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচটি বেশ লড়াইপূর্ন হবে বলে মনে হচ্ছে। তবে এই ম্যাচটির জয় পরাজয় নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। আর আগের ম্যাচগুলির খেলার ধরন দেখে তা হয়ত অনুমান করা যাবে। ২৪ জুন বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান র্যাংকিংয়ে বাংলাদেশের পিছনে আছে ও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভাল না। ফলে এই ম্যাচটিতে বাংলাদেশ জয় লাভ করবে বলেই মনে হচ্ছে। ২রা জুলাই বাংলাদেশ মুখামুখি হবে শক্ত প্রতিপক্ষ ভারতের সাথে। এই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে। ভারত ২০১৯ বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল। ফলে জয়ের পাল্লা তাদের পক্ষেই ভারি। লীগ পর্যায়ে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সেরাটি দিয়ে খেলতে পারলে বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারে। মোট ৫টি ম্যাচে জিততে পারলেই সেমিফাইনালে উঠার সম্ভাবনা রয়েছে টাইগারদের। তবে সে পর্যন্ত ম্যাচ বাই ম্যাচ অপেক্ষা করতে হবে।