ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যা তথ্য দেওয়ায় সমালোচনার ঝড়

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

বাংলাদেশের সংখ্যা লগুরা নির্যাতিত হচ্ছে-মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পের কাছে এই মিথ্যা তথ্য দেওয়ায় সারাদেশে প্রিয়া সাহার বিরুদ্ধে বইছে সমালোচনার ঝড়। সরকারসহ বিভিন্ন দল ও মানুষের পক্ষ থেকে এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উদ্যোগে ৩ দিন ব্যপী ‘ধর্মীয় স্বাধীনতার অগ্রগতি’ শীর্ষক এক সম্মেলনে যোগ দিতে যাওয়া বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে তাকে জানান বাংলাদেশে সংখ্যা লগু নির্যাতন হচ্ছে। এই নির্যাতনে ৩ কোটি ৭০ লক্ষ হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান নিখোঁজ হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও উপস্থিত ছিলেন এই সম্মেলনে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রিয়া সাহার এই বক্তব্যকে অসত্য বলে গনমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে এখন সম্পূর্ণ সাম্প্রদায়িক সম্পৃতি বিরাজ করছে। অনেকে প্রিয়া সাহার এই বক্তব্য উদ্দেশ্যমূলক বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রিয়া সাহার এই বক্তব্য ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাসগুপ্ত জানিয়েছেন, এই বক্তব্য প্রিয়া সাহার নিজস্ব বক্তব্য। প্রিয়া সাহার গ্রামের বাড়ি পিরোজপুরে। তার স্বামী মলয় কুমার সাহা দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা। প্রিয়া সাহা বাংলাদেশের দলিত সম্প্রাদায় নিয়ে কাজ করে ‘শারি’ নামক একটি বেসরকারী সংস্থার পরিচালক। তিনি ‘দলিত কন্ঠ’ নামক একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *