ভারতের কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেসকর হাসপাতালে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ভারতের প্রখ্যাত গায়িকা লতা মুঙ্গেসকর অসুস্থ্য হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার ভোররাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ভর্তি হন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর অসুস্থতা নিয়ে সোমবার সারাদিন বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর রটে সর্বভারতে। কখনও শুনা যায়, অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান গায়িকাকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে। আবার পরে জানা যায়, সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হল, লতা মঙ্গেশকর এখনও আইসিইউতেই আছেন । অবস্থা সঙ্কটজনক হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি চিকিৎসক পতিত সমধানির অধীনে চিকিৎসাধীন আছেন।
২০০৪ সালে যশ চোপড়ার ‘বীর-জারা’ ছবিতে শেষ গান গেয়েছিলেন লতা। তারপর থেকে তিনি অন্তরালেই আছেন। গত সেপ্টেম্বরে মাসে ৯০ বছর পূর্ণ হয় তার। হাসপাতালে তাঁকে শুভেচ্ছা জানান হেমা মালিনী, ঋষি কাপুর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষালসহ আরও অনেকে। লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনা করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সমগ্র বলিউড। সূত্রঃপিটিআই।