নারীদেহ প্রদর্শনকারী উত্তেজক পোষাক উৎপাদন ও বিপনন বন্ধ করতে হবে
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
নারীদেহ প্রদর্শনকারী উত্তেজক পোষাক উৎপাদন ও বিপনন বন্ধ করতে হবে। এমনই লেখা সম্বলিত ফেস্টুন দেখা গেছে কলকাতার শ্যামবাজারে। ফেস্টুন্টির নীচে লেখা আছে ‘বাঙ্গালী মহিলা সমাজ’। অর্থাৎ বাঙ্গালী মহিলা সমাজ নামের একটি গোষ্টী এই ফেস্টুনটির প্রচারক। এটি টানানো ও এর বক্তব্য নিয়ে পক্ষ বিপক্ষে চলছে নানা তর্কবিতর্ক।
বাঙ্গালী মহিলা সমাজের বক্তব্য হচ্ছে, খোলামেলা ও উত্তেজক পোষাকের কারনেই আকৃষ্ট হয়ে ধর্ষণে বেশী জুকছে মানুষ। তাই এই পোষাক উৎপাদন ও বিপনন বন্ধ করতে হবে। আবার এই পোষ্টার সরিয়ে ফেলতে আরেকটি গ্রুপ উঠে পড়ে লেগেছে। তাদের যুক্তি পোষাকের কারনে ধর্ষণ হয় না। ২ বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হয়। তাই এই গ্রুপটি এই পোষ্টারটি খুলে ফেলতে চাচ্ছে। আর এই নিয়ে শ্যামবাজারসহ সারা কলাকাতায় চলছে পক্ষে-বিপক্ষে ব্যপক বিতর্ক।