নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৯ জন শনাক্ত

বিডি খবর ৩৬৫ ডটকমঃ

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৭০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৯ জন। ৫৫৩ জনের নমুন সংগ্রহ করে ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ৯ জনকে শনাক্ত করা হয়। এর মধ্য আইইডিসিআরের মাধ্যমে পরীক্ষায় ৮ জন ও ঢাকার বাইরে একটি কেন্দ্রে পরীক্ষা করে ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়। আর গত ২৪ ঘন্টায় ২ জন মৃত্যুবরন করেছে্। মোট মৃত্যুর সংখ্যা এখন ৮ জন। ইতিমধ্য আরও ৪ জন সুস্থ্য হয়েছে। মোট সুস্থ্য ৩০ জন ও চিকিৎসাধীন আছেন ৩২ জন। নতুন যে ২ জন মৃত্যুবরন করেছে তাদের ১ জনের বয়স ৬৮ ও অপর জনের ৯০। এই ২ জনের মধ্য ১ জনের গতকালই করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিল এবং এদের ১ জন ঢাকার ও অপর জন ঢাকার বাইরের। আজ এক ব্রিফিংয়ে আইইডিসিআর এই তথ্যগুলি জানিয়েছে।

চিকিৎসাধীন ৩২ জনের মধ্য ২০ জন হাসপাতালে ও ১২ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন। নতুন আক্রান্ত ৯ জনের মধ্য ৫ জন ইতিমধ্য আক্রান্তদের মাধ্যমে আক্রান্ত হয়েছেন , ২ জন বিদেশ থেকে এসেছেন ও ২ জনের সোর্স এখনো জানা যায়নি। নতুন আক্রান্ত ৯ জনের মধ্য আবার ২ জন শিশু আছেন যাদের বয়স ১০ এর নীচে। দেশের সকল হাসপাতালেই পিপিই পাঠানো হয়েছে ও আরও পর্যাপ্ত পরিমান পিপিই মজুদ আছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমান পরীক্ষা কীট সরবরাহ করা হয়েছে আরও পর্যাপ্ত মজুদ আছে বলে আইইডিসিআরের ব্রিফিংয়ে জানানো হয়েছে।