রবিবার থেকে সৌদি আরবে করোনা ভাইরাস পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধ শিথিল হচ্ছে

৩১শে মে থেকে করোনা মহামারী পরিস্থিতিতে আরোপিত বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার ঘোষনা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ৩১শে মে মক্কা ব্যতীত সৌদি আরবের সকল এলাকা থেকে লকডাউন ও কারফিউ তুলে নেওয়া হবে। সৌদির বিভিন্ন শহরসহ সারাদেশে জনসাধারন চলাচল করতে পারবে। সৌদি প্রেস এজেন্সী এই খবর দিয়েছে। ২১শে জুন থেকে দেশটির কারফিউ ও লকডাউন পুরাপুরি তুলে নেওয়া হবে এবং কাবাশরীফে নামাজও আদায় করা যাবে।

তবে তারপর থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নিয়ম মেনে চলতে হবে এবং ৫০ জনের বেশী মানুষ এক সাথে জমায়েত হতে পারবেনা বলেও গাইডলাইনে বলা হয়েছে। সরকারী ও বেসরকারী অফিস আদালত আবার তাদের কর্মতৎপরতা শুরু করবে। শপিংমল, মার্কেট, পাইকারী ও খুচরা দোকান খুলা থাকবে। রেস্তুরা ও ক্যাফে আবার কার্যক্রম চালাতে পারবে। তবে সেলুন, বিউটিসেলুন, জিম, স্পোর্টস ক্লাব, বিনোদন কেন্দ্র ও সিনেমা হল বন্ধ থাকবে। আন্তর্জাতিক ফ্লাইট ও উমরা পালন পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় পরিস্থিতি বিবেচনা করে এই নিয়মের পরিবর্ধন ও পরিমার্জন করতে পারবে। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডঃ তৌফিক আল রাবেয়া বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে বিধি্নিষেধ তুলে নেওয়া হবে। দেশটিতে এ পর্যন্ত ৭৪৭৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এবং এর মধ্য ৩৯৯ জন মৃত্যুবরণ করেছে।