বাংলাদেশ ও ভারতের মধ্য করোনা ভাইরাসে আক্রান্তের তুলনামূলক চিত্র

বাংলাদেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৭৫৬৩ জন ও অপরদিকে ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২১৮৪৩৭ জন। বাংলাদেশে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৩৫০ জন। ভারতে প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ১৫৮ জন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার ভারতের দ্বিগুনের থেকেও বেশী। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৮১ জন। ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১০৪ জন। বাংলাদেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ৫ জন। অপরদিকে ভারতে প্রতি ১০ লক্ষে মৃত্যুর সংখ্যা ৪ জন। সুতরাং বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ভারতের চেয়ে বেশী।

বাংলাদেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ্য হয়েছে ১২১৬১ জন। অপরদিকে ভারতে সুস্থ্য হয়েছে ১০৪৬২৮। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা অনুযায়ী সুস্থ্যতার হার ২১.১২%। অপরদিকে ভারতে আক্রান্তের সংখ্যা অনুযায়ী সুস্থ্যতার হার ৪৭.৯%। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতে সুস্থ্যতার হার বেশী। বাংলাদেশে মোট টেস্ট হয়েছে ৩৫৮২৭৭টি এবং ভারতে মোট টেস্ট হয়েছে ৪২৪২৭১৮টি। বাংলাদেশে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ২১৭৭টি। অপরদিকে ভারতে প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৩০৭৭টি। এ ক্ষেত্রেও বাংলাদেশে ভারতের থেকে টেস্টের সংখ্যার হার কম।