নরসিংদী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৯০ জন

জেলায় নতুন করে আরও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯০ জনে। ৪ঠা জুন সংগ্রহকৃত ও ৫ই জুন ঢাকায় পাঠানো ১২৫টি নমুনার মধ্য ৯৯টির ফলাফলে ৩০ জন পজেটিভ এসেছে। বাকি ২৬টি নমুনার ফলাফল এখনো পাওয়া যায়নি। নতুন আক্রান্ত ৩০ জনের মধ্য ১৬ জন সদর উপজেলার, ০৬ জন পলাশ উপজেলার, ০৪ জন বেলাব উপজেলার, ০২ জন মনোহরদী উপজেলার ও ০২ জন রায়পুরা উপজেলার। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আশরাফ হোসেন খান , বয়স ৭০ বছর, মনোহরদীর একজন ১০ই জুন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ জন। জেলায় উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল-

সদর উপজেলাঃ ৬১৫ জন

রায়পুরা উপজেলাঃ ৬৩ জন

শিবপুর উপজেলাঃ ৬৬ জন

পলাশ উপজেলাঃ ৬৪ জন

মনোহরদী উপজেলাঃ ২৮ জন

বেলাব উপজেলাঃ ৫৪ জন

এ পর্যন্ত যে ১৪ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ৯ জন সদর উপজেলার, ১ রায়পুরা উপজেলার, ১ পলাশ উপজেলার, ১ জন মনোহরদী উপজেলার ও ২ জন বেলাব উপজেলার।