দেশে নতুন করে আরও ৩৪৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৪৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১২২৬৬০ জন। অপরদিকে একই সময়ে মৃত্যুবরন করেছে ৩৭ জন ও মোট মৃত্যুর সংখ্যা ১৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২০৩১ জন ও এ পর্যন্ত মোট সুস্থ্য ৪৯৬৬৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ১৭২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬৪৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত ৬৬টি ল্যাবে এই পরিক্ষা চালানো হয়। দেশে এ পর্যন্ত মোট ৬৬৩৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে ৩৭ জন মৃত্যুবরণ করেছে তার মধ্য ২৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছে। এর মধ্য হাসপাতালে মারা গেছে ৩৪ জন ও বাসায় ৩ জন। এদের মধ্য ১১ থেকে ২০ বছর বয়সের মধ্য ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্য ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্য ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্য ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্য ১২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্য ৯ জন ও ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্য ৮ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৭১৪১২ জন। দেশে প্রতি ১০ লক্ষে মৃত্যুবরণ করেছে ১০ জন, প্রতি ১০ লক্ষে আক্রান্ত হয়েছে ৭৪৫ জন ও প্রতি ১০ লক্ষে টেস্ট হয়েছে ৪০২৯ জনের।