দেশের সমূদ্র বন্দর সমূহে ৩ নম্বর সতর্কতা সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকুলীয় এলাকা ও সমূদ্র বন্দরসমূহের উপর দিয়া ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই জন্য চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকুলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ ( ২২শে জুলাই) বিকাল ০৪টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্য রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত সতর্কতা বার্তা দেওয়া হয়।