রাজধানীর ৪২টি রুটে ২২টি কোম্পানীর বাস চলাচলের প্রস্তাব

রাজধানীতে চলাচলরত বাসসমূহকে ৪২টি রুটে ২২টি বাস কোম্পানীর মাধ্যমে চলাচলের আলোচনা চলছে। এই লক্ষ্যে মঙ্গলবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক হয়। এই বৈঠকে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে অংশ গ্রহন করেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফজলে নুর তাপস বলেন, আমরা রাজধানীতে ২৯১টি রুটে চলাচলরত বাসসমূহকে ৪২টি রুটে চলাচলের প্রস্তাব করেছি। যেখানে ঢাকায় চলাচলরত সাড়ে চার হাজার গাড়ির ২৫শ মালিককে ২২টি কোম্পানির অধীনে আনা হবে।

ঢাকায় যানজট কমানোর লক্ষ্যে এই প্রদক্ষেপ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়ন করতে পারলে রাজধানীর যানজট নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে। এছাড়া ঢাকার সন্নিহীত জেলাসসমূহ থেকে আসা বাসগুলিকে রাজধানীর প্রান্তে থামিয়ে দেওয়া হবে। সেখানে টার্মিনাল নির্মাণ করা হবে। আবার সেখান থেকে নিজ শহরে যাত্রী নিয়ে ফিরে যাবে বাসগুলি। তাতে রাজধানীতে বাসের চাপ কমে যাবে। আর এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বাসরুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে বলে মেয়র তাপস জানিয়েছেন।