যাদের বয়স ৪০ হয়েছে তারাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন
কাদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে সেই নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে সরকার। এখন যাদের বয়স ইতিমধ্য ৪০ হয়েছে তারাও টিকা গ্রহনের জন্য ওয়েব এপের( www.surokkha.gov.bd ) মাধ্যমে আবেদন করতে পারবেন। এতদিন ৫৫ বছর বয়সের ওপরে ও সন্মুখ সারির করোনা যোদ্ধা হিসাবে নিদৃষ্ঠ শ্রেনী-পেশার মানুষ অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা নেওয়ার জন্য সরকারীভাবে বিবেচিত হয়ে আসছিলেন।
আজ মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী আগের নিয়ম পরিবর্তন করে যাদের বয়স ৪০ হয়েছে তাদেরকেও টিকার জন্য নিবন্ধন করার সুযোগ করে দেন। সোমবার থেকেই এই নির্দেশনা মোতাবেক যাদের বয়স ৪০ হয়েছে তারা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ফলে টিকার জন্য ৪০ থেকে এর ওপরের বয়সের নাগরিকেরা আবেদন করতে পারবেন। গত ২৭শে জানুয়ারী দেশে প্রথম করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়। আর ৭ই ফেরুয়ারী থেকে সারাদেশে একযোগে বিভিন্ন টিকাদান কেন্দ্রে গণ টিকাদান শুরু হয়।