দেশে করোনায় ৩ সপ্তাহের মধ্য সর্বনিন্ম মৃত্যু ৫৭ জন
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ২১৭৭ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১১৪৫০ জন ও ৭৫৯১৩২ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ১০.৩৪ শতাংশ। মোট নমুনা পরীক্ষায় সনাক্তের হার ১৩.৮৮ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৪৩২৫ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৬৮১৪২৬ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৪১৯টি ল্যাবে মোট ২১০৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৬৯৭০৪টি নমুনা। ২৪ ঘন্টায় যে ৫৭ জন মারা গেছেন তার মধ্য ৩২ জন পুরুষ ও ২৫ জন নারী রয়েছে। এর মধ্য ৫৫ জন হাসপাতালে মারা গেছেন ও ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃতদের মধ্য শুধু ঢাকা বিভাগেরই রয়েছে ২৮ জন। মৃতদের মধ্য ৩৫ জনের বয়স ষাটোর্ধ।