গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু আরও ৮৫ জনের

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৫৭২৭ জন। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৩৭৮৭ জন ও ৮৬৬৮৭৭ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২০.২৭ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৩.৫৩। বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ৩১৬৮ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৭৯১৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে মোট ২৮২৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট ৬৮০৫০৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ৮৫ জন মারা গেছেন তার মধ্য ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ৭৫ জন হাসপাতালে ও ১০ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ৪৬ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ১৯ জন, রাজশাহী বিভাগের ১৮ জন, খুলনা বিভাগে ৩৬ জন, চট্রগ্রাম বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন, বরিশালে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছে।