দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৪৭ জন
গত ২৪ ঘন্টায় করোনায় ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর নতুন সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ২৩১। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১৫১৯২ জন। । এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ও আক্রান্ত যথাক্রমে ১৯৫২১ জন ও ১১৭৯৮২৭ জন। একদিনে পরীক্ষা অনুযায়ী সনাক্তের হার ২৯.৮২ শতাংশ। মোট পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৫.৭২ শতাংশ। সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন আরও ১১০৫২ জন। এই নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ১০০৯৯৭৫ জন। গত ২৪ ঘন্টায় দেশের ৬৩৯টি ল্যাবে মোট ৫০৯৫২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘন্টায় যে ২৪৭ জন মারা গেছেন তার মধ্য ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী রয়েছে। মৃতদের মধ্য ২২১ জন হাসপাতালে ও ২৬ জন বাসায় মারা গেছেন। এদের মধ্যে ১৩৭ জনের বয়স ষাটোর্ধ। মৃতদের মধ্য ঢাকা বিভাগের রয়েছে ৭২ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, চট্রগ্রাম বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশালে ১২ জন, সিলেট বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন।