ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ও স্থানে রাশিয়ার চতুর্মুখী হামলা
রাশিয়া ইউক্রেনে অভিযানের ১৮তম দিনে চারদিকে থেকে হামলা চালিয়ে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনার ব্যপক ক্ষতি সাধন করেছে । রাশিয়া আগে থেকেই ঘিরে ফেলেছে খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিউপোল। অভিযানের শুরু থেকেই রাশিয়া ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে সেগুলি প্রায় ধ্বংস করে দিয়েছে। বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাও বিমান বন্দরসহ অকেজো করে দিয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় রাশিয়ার সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকন্ঠে থেকে কিয়েভে অবস্থিত ইউক্রেনের সামরিক স্থাপনায় ব্যপক হামলা চালাচ্ছে। একের পর এক মিশাইল হামলায় কিয়েভ এখন বিপর্যস্ত। ইউক্রেনীয় বাহিনীও কিয়েভের বিভিন্ন প্রান্ত থেকে রুশ সেনাবহর লক্ষ করে হামলা চালাচ্ছে।
সামরিক বিশেষজ্ঞদের ধারনা এই সপ্তাহেই রাশিয়ার হাতে কিয়েভের পতন ঘটবে। রাশিয়া তার লক্ষ্য হাসিলে ধীরে ধীরে কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে। উত্তরপূর্ব, উত্তর ও উত্তরপশ্চিম দিক থেকে কিয়েভকে ঘিরে ফেলেছে রাশিয়ান সেনা বহর। অপরদিকে ইউক্রেনের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলেও ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এদিকে গতকাল ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোলল্যান্ড সীমান্তের কাছে লিভিভে ইউক্রেনের একটি সামরিক ট্রেনিং শিবিরে বিমান হামলা চালিয়ে সেটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এই ঘাটিতেই নেটো সৈন্যদের সামরিক প্রশিক্ষন দেওয়া হত। এছাড়াও গতকাল রাশিয়া ইউক্রেনের মধ্যাঞ্চলে কয়েকটি বিমান ঘাটিতে হামলা চালিয়ে ব্যপক ক্ষতিসাধন করেছে। রাশিয়া এখন সারা ইউক্রেনেই হামলা জোরদার করছে। ইতি মধ্য প্রায় ৩০ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়ে পোল্যান্ডসহ পাশের দেশগুলিতে আশ্রয় নিয়েছে।