মাষ্কিপক্স সন্দেহে এক তুর্কি নাগরিক হাসপাতালে ভর্তি

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ড. মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। আকসি আলতে(৩২) নামক ওই ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নীরিক্ষার পর জানা যাবে ওই ব্যক্তি মাষ্কিপক্স আক্রান্ত কিনা। ২৪ ঘন্টার মধ্য এই ব্যক্তির রিপোর্ট পাওয়া যাবে। হাসপাতালের আইসলেশন সেন্টারে তাকে রাখা হয়েছে।

এর আগে দুপুরে আকসি আলতে টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে হজরত সাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছায়। ইমিগ্রেশন অতিক্রম করার সময় তাকে মাষ্কিপক্স আক্রান্ত সন্দেহে বিমান বন্দর মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মহাখালী সংক্রামক ব্যধি হাসপাতালে নিয়ে আসা হয়। উল্লেখ্য মাষ্কিপক্স আফ্রিকা, উত্তর আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।