ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

পাকিস্তান হুমকি দিয়েছে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে পরমাণু অস্ত্র শোপিস হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়নি।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বেসরকারি টিভি চ্যানেল সামাকে  বলেছেন, ভারত আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার দুঃসাহস দেখালে আমরা দেশটিকে ধ্বংস করে দেব। তিনি আরো বলেন ভারতের যেকোনো আক্রমণের জবাব দিতে আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে।শোকেসে প্রদর্শন করার জন্য আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করিনি। এই অস্ত্র ব্যবহারের পরিস্থিতি তৈরি হলে আমরা এটা ব্যবহার করব ও ভারতকে ধ্বংস করে দেব।

A mock Pakistani nuclear missile is paraded throught the streets of Karachi February 5. An Islamic group started their march from Karachi to the Pakistan-Kashmir border in a show of support for a decade-old separatist revolt by moslem militants in the two-thirds of the Kashmir region ruled by India.

A mock Pakistani nuclear missile is paraded throught the streets of Karachi February 5. An Islamic group started their march from Karachi to the Pakistan-Kashmir border in a show of support for a decade-old separatist revolt by moslem militants in the two-thirds of the Kashmir region ruled by India.

তিনি বলেন ভারত যদি পাকিস্তানের আকাশসীমায় কোন সন্ত্রাসী কার্যক্রম চালায় তবে পাকিস্তানের বিমান বাহিনী এর জবাব দেয়ার জন্য প্রস্তুত আছে। তিনি দাবি করেছেন, কাশ্মির সংকট সমাধানে পাকিস্তান যতোটা আগ্রহী ভারত ততোটা নয়।খাওয়াজা আসিফ আরো দাবী করেন উরিতে ১৮ সেনা নিহতের ঘটনাটি ভারতের নিজেদের পরিকল্পনায় করা। কাশ্মির ইস্যু থেকে বিশ্বের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য এটি করা হয়েছে।

পাকিস্তানের সন্ত্রাসীদের হামলায় উরিতে ভারতের সেনা নিহত হয়েছে বলে ভারত দাবী করছে এবং তাদের কাছে প্রমাণও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *