ইসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের ওপর শুনানি শেষ হয়েছে, আদেশ দুপুরে

নিউজ ডেস্কঃবিডি খবর ৩৬৫ ডটকম

প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিটের ওপর শুনানি শেষ হয়েছে। আজ সোমবার দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ। আইনজীবী ইউনূস আলী আকন্দ রিটটি করেছিলেন এবং তিনি নিজেই এ মামলার শুনানী করেন।
Supreme Court of Bangladesh1
উল্লেখ্য গতকাল রিটটি দায়ের করা হয়েছিল। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এবং সিইসিসহ অপর কমিশনারদেরকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনে স্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু এ আইন না করেই কমিশন গঠন করা হয়েছে। এছাড়া যাদেরকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, তাদের সবাই সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পাবলিক সারভেন্ট (রিটারমেন্ট) অ্যাক্ট-৭৪’র ৫(১) ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে পুনরায় নিয়োগ দেয়া যায় না। অথচ নিয়োগপ্রাপ্ত পাঁচজনই অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *