সদ্যজাত সবচেয়ে বেশী শিশু মৃত্যু হারে ১ নম্বরে পাকিস্তান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্বে সদ্যজাত সবচেয়ে বেশী শিশু মারা যায় পাকিস্তানে। সেখানে প্রতি ১ হাজার জন শিশুর মধ্যে জন্মের সময় বা জন্মের প্রথম মাসের মধ্যে মৃত্যু হয় ৪৫ জন শিশুর। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য আফ্রিকান রিপাবলিক (প্রতি হাজারে ৪১ জন) এবং তৃতীয় আফগানিস্তান (প্রতি হাজারে ৪০ জন)। আর ভারতের অবস্থান বিশ্বে ১২ তম। ভারতে প্রতি হাজারে ২৫ জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়।
ইউনিসেফ এবং আইজিএমই-এর ২০১৬-১৭-র রিপোর্ট অনুযায়ী আর্থিক ভাবে দুর্বল দেশগুলিতে প্রতি ১ হাজার জনের মধ্যে গড়ে ২৭ জন এবং উচ্চ আয় বা অপেক্ষাকৃত বেশি আর্থিক সঙ্গতি সম্পন্ন দেশগুলিতে প্রতি ১ হাজার জনের মধ্যে ৩ জন নবজাতকের মৃত্যু হয়।
এ ক্ষেত্রে ব্যতিক্রম অবস্থানে রয়েছে শ্রীলংকা। উচ্চ আয়ের দেশ না হওয়া সত্বেও শ্রীলঙ্কায় শিশু মৃত্যুর হার অনেক কম (প্রতি হাজারে মৃত্যু হয় ৫ জনের)। বিশ্বের মধ্যে শিশু মৃত্যু সবচেয়ে কম হয় জাপানে (প্রতি ১ হাজার ১১১ জনে ১ জন)। কম শিশু মৃত্যুর হারে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড এবং সিঙ্গাপুর। ফিনল্যান্ডে প্রতি ৮৩৩ জনে মৃত্যু হয় ১ জন শিশুর। ফিনল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। এস্তোনিয়া এবং স্লোভেনিয়া রয়েছে পঞ্চমে স্থানে। সেখানে প্রতি ৭৬৯ জন শিশুর মধ্য ১ জন শিশুর মৃত্যু হয়। ২০১৬-১৭-র রিপোর্ট অনুযায়ী প্রতি ১ হাজার জন শিশুর মধ্যে চিনে ৯ জন, ব্রিটেনে ৪ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু হয়। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা